করোনা সংক্রমণ বাড়তে থাকায় দুই সপ্তাহের জন্য বন্ধ হতে পারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। আজকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসবে বলেও জানানো হয়েছে।
করোনা পরিস্থিতির অবনতি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে। গতকাল গভীররাতে বিষয়টি চূড়ান্ত হয় বলেও সূত্রটি জানায়।