দুই লাখ ২১ হাজার টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদায়

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

 

 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ ২১ হাজার ৫৬০ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একই অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলায় ৩৪ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে মোট আদায় করা হয় দুই লাখ ৫৫ হাজার ৫৬০ টাকা। গতকাল নগরের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট এবং উত্তর আগ্রাবাদ এলাকায় পরিচালিত অভিযানে জরিমানা আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

সংশ্লিষ্টরা জানান, অভিযানে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচটি বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪০ হাজার ৩৮০ টাকা, আয়কর বাবদ ছয় হাজার ও ভ্যাট বাবদ ৩ হাজার ১৮০ টাকা আদায় করা হয়। এছাড়া উত্তর আগ্রাবাদ এলাকায় হোল্ডিং ট্যাক্স বাবদ এক লাখ ৬০ হাজার টাকা আদায় করা হয়। এসময় আদালত ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধনৌকার জয়ের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে