দুই মামলায় ১২ আসামি ৬ দিনের রিমান্ডে

চিন্ময়ের ঘটনায় আদালত পাড়ায় তাণ্ডব

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন না মঞ্জুরকে কেন্দ্র করে আদালত পাড়ায় তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলার ১২ আসামিকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, দুর্লভ দাশ, রাজীব ভট্টাচার্য্য, জয় নাথ, রুমিত দাশ, নয়ন দাশ, গগন দাশ, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু দাস মেথর, সুমন দাশ ও অজয় সূত্রধর চৌধুরী। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১২ আসামির ৭ দিন করে রিমান্ড চেয়ে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়।

মেট্রো ম্যাজিস্ট্রেসিতে থাকা কোতোয়ালী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. জাফর দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হামলাভাঙচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা তিনটি মামলার মধ্যে দুটি মামলার আসামি রিমান্ড মঞ্জুর হওয়া এ ১২ জন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া কোতোয়ালী থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন না মঞ্জুরকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এর একপর্যায়ে আদালত সম্মুখের অদূরে মেথরপট্টি এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীরা।

আদালত প্রাঙ্গণে হাঙ্গামা ও সংঘর্ষের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন। এতে ৭৯ জনের নাম উল্লেখ ও ১৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এছাড়া, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে একটি, তার ভাই বাদী হয়ে ১১৬ জনের বিরুদ্ধে একটি এবং সর্বশেষ গত সোমবার মোহাম্মদ উল্লাহ চৌধুরী নামের এক ব্যবসায়ী ২৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সবমিলে এখন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও খুনের ঘটনায় ৬ টি মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতকে ছেড়ে চীনের দিকে ঝুঁকছে নেপাল
পরবর্তী নিবন্ধস্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির