দুই মামলায় চারদিনের রিমান্ডে নদভী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়ালোহাগাড়ার সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে সাতকানিয়া ও লোহাগাড়া থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের পৃথক ২টি মামলায় দুইদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে দুটি মামলাতেই তিনদিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। এ সময় আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জেলা কোর্ট পরিদর্শক মো. হাবিবুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতসূত্র জানায়, সরকার পতনের এক দফা দাবি ও ঘোষিত নির্বাচনী তপশীল বাতিলের দাবিতে বিএনপিজামাতসহ সমমনা দলগুলোর ঢাকা হরতাল উপলক্ষে ২০২৩ সালের ১৯ নভেম্বর সাতকানিয়ার কেরানীহাটবান্দরবান সড়ক এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। এতে লোহার রড ও আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত হয়ে হামলা চালানো হয়। এছাড়া ককটেল বিস্ফোরণ ও গুলি চালানো হয়। এতে অনেকে আহত হন। এ ঘটনায় গত ৮ অক্টোবর মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে দণ্ডবিধি ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

আদালতসূত্র আরো জানায়, লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ছাত্রজনতার উপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। এতে অনেকে আহত হন। এ ঘটনায় মোমেন হোসেন জয় নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গত ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধটেকনাফে উদ্ধার সাড়ে চার লাখ ইয়াবা, নদী সাঁতরে পালালেন পাচারকারী