দুই ব্যাংকে সোলায়মান আলম শেঠের দায়দেনা ১০২ কোটি টাকার বেশি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(চান্দগাঁওবোয়ালখালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির নেতা সোলায়ামান আলম শেঠ। শিক্ষাগত যোগ্যতা আই কম।

পেশায় ব্যবসায়ী এই নেতার বার্ষিক আয় বাড়ি/এ্যাপার্টমেন্টে ১৫ লাখ ৬২ হাজার ২২৪ টাকা, শেঠ ট্রেডিং থেকে চার লাখ ৫৫ হাজার ২০০ টাকা, আইডিয়াল প্রিন্টিং হাউজ থেকে তিন লাখ ৯১ হাজার ৫০০ টাকা। চাকুরি থেকে আয় ১৮ লাখ ৩৬ হাজার টাকা।

অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ টাকা এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমাকৃত অর্থের পরিমাণ আল আরফা ইসলামী ব্যাংক লিঃ পাঁচ লাখ ৬৪ হাজার ১৮৩ টাকা, শাহ জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে এক কোটি ৭০ হাজার ৭৫ লাখ ৭০০ টাকা। বন্ড, ঋণপত্র স্টক একচেক্স শেয়ার ৬৬ লাখ টাকা, গাড়ি আছে পাঁচটি। স্বর্ণ আছে ২৫ লাখ টাকার, ইলেকট্রিক সামগ্রী দুই লাখ ৫০ হাজার টাকার, আসবাবপত্রের বিবরণী চার লাখ টাকা।

স্থাবর সম্পদ নিজ নামে অকৃষি জমি পৈত্রিকভাবে প্রাপ্ত জমির মূল্য ১৪ কোটি ৫০ লাখ ১২ হাজার ৭৯৮ টাকা, খাগড়াছড়ি জমির মূল্য ৫৪ লাখ ৩৪ হাজার টাকা। দুটি ব্যাংকে দায়দেনা আছে ১০২ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৬৬২ টাকা।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি পাস তৈয়বের মোট সম্পদের মূল্য সাড়ে ৬ লাখ টাকা
পরবর্তী নিবন্ধমোতালেবের কাছে নগদ আছে ১ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ২০৭ টাকা