টিপু যখন নামতা পড়ে
চার দুই গুণে আট,
নিপু তখন প্রশ্ন করে
কোথায় সেনার হাট।
টিপু যখন ছবি আঁকে
শাপলা ফোটা ঝিল,
নিপু তখন টিপুর পিঠে
জোরসে মারে কিল।
দু’জনেই যে বন্ধু দারুণ
পাশে পাশে থাকে,
এক পলক না দেখলে
গলা ছেড়ে ডাকে।
নীলাম্বর বড়ুয়া (৩২,২৩২) | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ