বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দুই বছরের প্রশিক্ষণের জন্য জাপান যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক মো. সাইফুল ইসলাম চৌধুরী। তিনি চসিকে অস্থায়ীভাবে কর্মরত। তাই প্রশ্ন উঠেছে, যে কোনো মুহূর্তে চাকরি ছেড়ে দিলে এ প্রশিক্ষণ কি কাজে লাগবে চসিকের? গত ৪ আগস্ট জারিকৃত চসিকের অফিস আদেশ সূত্রে জানা গেছে, ‘জাইকা নজেল কো-ক্রিয়েশন প্রোগ্রাম ফর লং টার্ম পার্টিসিপেশন ফর ক্রিয়েটিং লিডার্স ফর ক্লিন সিটিস’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য জাপান যাবেন সাইফুল। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি জাপান অবস্থান করবেন। তবে এটা ‘অন ডিউটি’ হিসেবে গণ্য হবে। চসিকের সচিব খালেদ মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, দেশে ফেরতের ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণের ওপর ভিত্তি করে একটি রিপোর্ট জমা দেবেন সাইফুল। প্রশিক্ষণকালীন তার যাবতীয় ব্যয় বহন করবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।











