শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্পিনে শক্তি বাড়াবেন তারা। প্রচন্ড গরমের মধ্যে পেস সহায়ক উইকেটের আশা যেন ছেড়ে দিয়েছে স্বাগতিকরা। চিরাচরিত স্পিন সহায়ক উইকেটের দিকেই হাত বাড়ানোর আভাস দিয়েছেন করুনারত্নে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারসাম্য পূর্ণ দল নিয়ে নামতে পেসার কমিয়ে বাড়াতে পারেন স্পিনার। ‘প্রথম টেস্টেও উইকেট দিন দিন মন্থর হয়েছে। আমার মনে হয় না, এই ধরনের উইকেটে পেসাররা স্পিনারদের মতো অবদান রাখতে পারবে। একই সঙ্গে দলের ভারসাম্যও প্রয়োজন।’ ‘আমরা তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নামতে পারি। যদি তিন পেসার খেলাই তাহলে আগের ম্যাচের মতোই দুই স্পিনার ততটা ভূমিকা রাখতে পারবে না। তাই আমাদের একটা সঠিক ভারসাম্য নিয়ে এই ম্যাচে খেলতে হবে।’ এবার শেষের দিকে স্পিনারদের জন্য সহায়তা চাইলেন লংকান অধিনায়ক। ‘আমরা সবাই জানি, প্রথম ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট পেয়েছিলাম। কিন্তু আমরা ভিন্ন কিছু চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তেমন কিছু পাইনি, উইকেট ছিল অন্যরকম। আশা করছি, এবার আমরা ৫০-৫০ উইকেট পাব। যেখানে শুরুর কয়েক দিন ব্যাটসম্যানদের জন্য সহায়তা থাকবে। শেষ তিন দিনে স্পিনারদের জন্য বেশি সহায়তা থাকবে। এমন উইকেটের আশা করছি।’












