নগরীর বাকলিয়া বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের প্রায় ১২জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে গুরুতর তিনজন ছাড়া বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
গুরুতর আহতরা হলেন, জুয়েল (২১), নজরুল (৩১) ও নুরুল ইসলাম। এর মধ্যে জুয়েল ও নজরুল বার্ন ইউনিট ও নুরুল ইসলাম অর্থোপেডিক ইউনিটে ভর্তি আছেন। এঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেডিকেলে ভর্তি জুয়েল ও নজরুল আজাদীকে বলেন, তাদের ওপর মরিচের গুঁড়া ও গরম পানি ছুড়ে মারা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়িয়ে পড়া দুটি পক্ষই বিএনপিপন্থী। একটির নেতৃত্বে রয়েছে বকবুল গ্রুপের বকবুল ও অপরটির নেতৃত্বে বোমা জাকির নামের এক ব্যক্তি। এর আগেও এ দু’গ্রুপ বেশ কয়েকবার সংঘর্ষে জড়ান। মেডিকেলের অপর একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় রুবিসহ তিনজন নারী ছুরিকাঘাতে আহত হয়েছিল। তারা শুক্রবার সকালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরে যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন গতকাল শুক্রবার রাতে আজাদীকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বউবাজারের পোড়া কলোনি এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আমরা ১০ জনকে গ্রেপ্তার করেছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।