নগরীর দুই নাম্বার গেইটে পুলিশ বক্সের সামনে থেকে বাসযাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে ট্রাফিক পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ছিনাতাইকারীর নাম মোহাম্মদ ইকবাল (৩২)। সে পাহাড়তলীর পানিরকল বউবাজার এলাকার আব্দুর রহমানের পুত্র। এ ঘটনায় ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তিতে পাঁচলাইশ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মো. মঞ্জুর হোসেন ও রেকার আলমগীর আহত হয়েছেন।
ঘটনার সত্য নিশ্চিত করে টিআই মঞ্জুর হোসেন বলেন, আগ্রাবাদগামী একটি বাসে ওঠার জন্য সকালে দুই নাম্বার গেইটে অপেক্ষা করছিলেন জাহিদুল ইসলাম (২০) নামে এক যাত্রী।
এ সময় ছিনতাইকারী মোহাম্মদ ইকবাল যাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় ইকবালকে আমর হাতেনাতে ধরে ফেলি। এ সময় সে আমি ও আমার রেকার আলমগীরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমার হাতে ও আলমগীরের পায়ে আঘাতপ্রাপ্ত হয়।
পরবর্তীতে পাঁচলাইশ থানায় খবর দেওয়া হলে এসআই এনামুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাইকৃত মোবাইলসহ ছিনতাইকারীকে ধরে নিয়ে যায়। একইসাথে চোরাইকৃত মোবাইল মালিককে বুঝিয়ে দেওয়া হয়।