জনপ্রিয় পরিচালক অনন্য ইমন বিভিন্ন চ্যানেলের জন্য এবার ঈদে চারটি একক নাটক এবং একটি টেলিফিল্ম নির্মাণ করেন। নাটকগুলোর মধ্যে ‘আ্যম্বুলেন্স গার্ল’ এবং ‘নিজস্ব প্রতিবেদন’-এবারের ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে আলোচনার শীর্ষে। নারীপ্রধান গল্প অবলম্বনে নাটক ‘আ্যম্বুলেন্স গার্ল’-এ অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং ‘নিজস্ব প্রতিবেদন’-এ অভিনয় করেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ইতিমধ্যেই ‘আ্যম্বুলেন্স গার্ল’ এবং ‘নিজস্ব প্রতিবেদন’ নাটক দুটি দর্শকমনে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। বিভিন্ন গ্রুপে নাটকগুলো নিয়ে চলছে তুমুল আলোচনা। ইউটিউবে নাটক দুটি দেখে দর্শকরা তাদের প্রতিক্রিয়া জানিয়ে ভুয়সী প্রশংসা করছেন মেহজাবীন চৌধুরী এবং সাবিলা নূরের অনবদ্য অভিনয়ের। নাটক দুটির পরিচালক অনন্য ইমনকেও অভিনন্দিত করছেন দর্শক, উপভোগ্য দুটি নির্মাণের জন্য। ‘আ্যম্বুলেন্স গার্ল’ নাটকে মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শকরা নানাবিধ মন্তব্য করছেন। এক দর্শক মন্তব্যের ঘরে লেখেন, মেহজাবীনই একমাত্র অভিনেত্রী যাকে দিয়ে যেকোনো চরিত্রই পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা সম্ভব। আরেকজন লেখেন, এবারের ঈদের বেস্ট নাটকটি দেখলাম। কি নিখুঁত অভিনয়। সত্যি অসাধারণ,অতুলনীয়। সিংহভাগ দর্শকের দাবী-নাটকের শেষ দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। বাবা মেয়ের সম্পর্কের গভীরতা এবং আবেগ নাড়া দিয়েছে সব শ্রেণীর দর্শকের মনে। কেঁদেও খুশি দর্শক এমন একটি চমৎকার গল্পের অসাধারণ নির্মাণ দেখে। পরিচালক অনন্য ইমনের নির্মাণশৈলীতে মুগ্ধ হয়ে সবাই প্রশংসা করে বলছেন এবারের ঈদের সেরা নাটক ‘আ্যম্বুলেন্স গার্ল’। গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে গিয়ে নির্যাতনের শিকার হয়ে বিদেশ ফেরত সংগ্রামী নারীর গল্প নিয়ে অনন্য ইমন নির্মাণ করেছেন নাটক নিজস্ব প্রতিবেদন’।