চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সাথে গতকাল সোমবার বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল. ডেনিগা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন সিএমসিসিআই পরিচালক প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ। সভায় আরও উপস্থিত ছিলেন সিএমসিসিআই সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক ও ফিলিপাইনের কন্সাল জেনারেল এম. আব্দুল আউয়াল এবং পরিচালক এম. সোলায়মান, এফসিএমএসহ চেম্বার সদস্যবৃন্দ।
রাষ্ট্রদূত তার বক্তব্যে ফিলিপাইন থেকে হালাল পণ্য যেমন ভেজিটেবল অয়েল, মাছ, কসমেটিকস্ সামগ্রী, লুব্রিকেন্ট অয়েল, বায়ো ডিজেল, কোকোনাট মিল্ক ক্রিম ইত্যাদি আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে তিনি দু’দেশের ব্যবসায়ীদের একসাথে কাজ করার প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।