চেন্নাইয়ে বড় হারের পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশন ছিল কানপুরে। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনে খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। ৩ উইকেটে ১০৭ রান করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে হয়নি একটি বলও। এ নিয়ে হতাশা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। এরপর বন্ধ হয়ে গেল। আজ(গতকাল) সারা দিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশ ৩ উইকেট হারিয়েছে। কানপুরের উইকেটে বোলাররা খুব বেশি সাহায্য পেয়েছেন তেমন মনে হয়নি। যদিও বৃষ্টির পর উইকেট কেমন হবে এ নিয়ে সংশয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল আমাদের। এখনো ভালোই আছে। আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি। তা ছাড়া আমি বলব উইকেট ভালোই ছিল। সামনে হয়তো ডে থ্রি, ডে ফোর যেহেতু বৃষ্টি, রোদও পাচ্ছে না। সে ক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে, উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।’