দুই দিনে ২ লাখ ইয়াবা জব্দ

উখিয়া ও নাইক্ষ্যংছড়িতে গ্রেপ্তার ৪

উখিয়া ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব তুলাতলী এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কঙবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি’র সদস্যগণ এ অভিযান পরিচালনা করেছে। এ নিয়ে গত দুই দিনে উখিয়া সীমান্ত এলাকা থেকে ২ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি। কঙবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত প্রায় সাড়ে ১২টায় ৩ থেকে ৪ জন ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহল দল তাদেরকে থামতে সংকেত দেয়। কিন্তু তা না মেনে তারা দৌঁড়ে পালানোর সময় নাইক্ষ্যংছড়ির হামিদিয়াপাড়ার মৃত মেহের আলীর ছেলে নুরুল আমিন (৩৪) কে গ্রেপ্তার করে বিজিবি। এসময় তার সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসব ইয়াবার মূল্য এক কাটি পঞ্চাশ লাখ টাকা বলে উক্ত বিজিবি কর্মকর্তা জানান। এছাড়া বুধবার রাত ৮ টার দিকে পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করে উখিয়ার বালুখালী বিওপির বিজিবি সদস্যরা। এসব ইয়াবা বিরোধী অভিযানকালে বিজিবির সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বিজিবির কঠোর অবস্থানের কারণে ইয়াবা ব্যবসায়ীরা উল্লেখিত ইয়াবা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায় বলে বিজিবির ঐ কর্মকর্তা জানান। এদিকে, নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ধারাবাহিক অভিযানে ফের ৪ হাজার ৬৫০ ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ঢাকা শাহাজানপুর শান্তিনগর থানাা কাজী মনিরুল ইসলামের ছেলে কাজী ইয়াসিন (৩৭), ঢাকা রাজপাট থানার কাশিয়ানি এলাকার আকবর আলী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও ঢাকা শাহাজানপুর শান্তিনগর থানার মাধবদি এলাকার কাজী জলিলের ছেলে কাজী আল আমিন (৩৩)। ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফিরে আসার দিন আজ
পরবর্তী নিবন্ধজাতীয় সংসদে হামলা পরিকল্পনা দুই জঙ্গি গ্রেপ্তার