দুই দিনের কর্মবিরতির পর আদালতে ফিরলেন আইনজীবীরা

এজলাসে ব্যাপক ভিড়

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্ণ

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন না মঞ্জুরকে কেন্দ্র করে আদালত পাড়ায় তাণ্ডব ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুনের জেরে চট্টগ্রাম আদালতে আইনজীবীদের দুই কার্যদিবস কর্মবিরতির পর গতকাল ফের কার্যক্রম শুরু হয়েছে। এ সময় আদালত প্রাঙ্গণ ও এজলাসে ব্যাপক ভিড় দেখা গেছে।

আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইনজীবী সমিতির কর্মবিরতির কারণে গত বুধবার ও বৃহস্পতিবার আদালতের কোনো কার্যক্রম হয়নি। এ দুদিন যত মামলার ধার্য তারিখ ছিল সেগুলোর নতুন তারিখ দিয়ে পরবর্তীর জন্য রাখা হয়। কর্মবিরতির কারণে বিচারপ্রার্থীদের তেমন কোনো সমস্যা হয়নি জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, তবে কিছুটা ভিড় বেশি ছিল। আইনজীবীরা জানান, চিন্ময় কাণ্ডের জেরে প্রতিবাদস্বরূপ সমিতির সিদ্ধান্তে গত বুধবার ও বৃহস্পতিবার আদালতের কার্যক্রমে কর্মবিরতি পালন করা হয়েছে। সহকর্মী আলিফের প্রতি সম্মান দেখিয়ে ও তাকে হত্যার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করা হয়েছে।

সোলাইমান নামের এক বিচারপ্রার্থী দৈনিক আজাদীকে বলেন, বুধবার ও বৃহস্পতিবার আদালত বন্ধ থাকায় তিনি মামলার বিষয়ে খোঁজ নিতে পারেন নি। তাই আজকে (গতকাল) মামলার বিষয়ে খোঁজ নিতে এসেছেন। আইনজীবী রেজাউল করিম রনি দৈনিক আজাদীকে বলেন, দেওয়ানী মামলায় আমার সার্টিফাইট কপি তোলা প্রয়োজন ছিল। গত বুধবার আমাদের কর্মবিরতি থাকায় সেটি আর সংগ্রহ করিনি। আলিফের প্রতি সম্মান রেখে ও তাকে হত্যার প্রতিবাদস্বরূপ সেটি করিনি। তিনি বলেন, আজকে (গতকাল) আমাদের কর্মবিরতি ছিল না। আমিও আমার সার্টিফাইট কপি সংগ্রহ করেছি। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত১ এর বেঞ্চ সহকারী নূরে খোদা দৈনিক আজাদীকে বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার যেসব মামলার বা দরখাস্তের জন্য দিন ধার্য ছিল সেগুলোর নতুন তারিখ পড়েছে। পরবর্তীতে সেগুলোর কার্যক্রম অনুষ্ঠিত হবে। দুদিন কোর্টের কার্যক্রম বন্ধ থাকায় কোনো সমস্যা হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, এ জন্য কোর্টের কার্যক্রমে কোনো সমস্যা হয়নি। চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভূইয়া দৈনিক আজাদীকে বলেন, আজকে (গতকাল) জামিন শুনানিসহ অনেকগুলো কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্যস্ত দিনই ছিল। তবে এঙট্রা কোনো ব্যস্ততা ছিল না। অন্যান্য দিনের মতই ছিল আদালতের কার্যক্রম। তিনি বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার যেসব মামলার ধার্য তারিখ ছিল সেগুলোর নতুন তারিখ ঠিক করা হয়েছে। নতুন করে ধার্যকৃত দিনে মামলাগুলোর কার্যক্রম অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী আলিফ খুনের মামলায় চিন্ময়কে আসামি করার দাবি
পরবর্তী নিবন্ধরেলের নিরাপত্তা বাহিনীর সদস্যের হাত বিচ্ছিন্ন