দুই জামায়াত কর্মী হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে

সাতকানিয়ায় শাহজাহান চৌধুরী

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিম পাড়ায় গত ৩ মার্চ রাতে ডাকাতির গুজব ছড়িয়ে দুই জামায়াত কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহত জামায়াত কর্মী নেজাম উদ্দিন ও ২৪ এর জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা আবু ছালেকের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন। তিনি বলেন, নেজাম উদ্দিন ও আবু ছালেককে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিচারের নামে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, কলিম উল্লাহ, ডা. নুরুল হক, নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান, অ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা আবু তাহের, প্রচার সেক্রেটারি আয়ুব আলী, আলমগীর কবির, জায়েদ হোসাইন, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আমির খসরু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সড়কে যুবকের মৃত্যু