দুই গাড়ির রেসিং, ডিভাইডারে সজোরে আঘাত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

নগরের জামাল খান এলাকায় কার রেসিং প্রতিযোগিতায় নেমে দুর্ঘটনার শিকার হওয়া একটি গাড়ি আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সকালে জামাল খান সড়কে দুইটি গাড়ি রেসিং শুরু করে। এরমধ্যে ঢাকা মেট্রো১২৮৫৯৫ নম্বরের গাড়িটি প্রেস ক্লাবের সামনে ডিভাইডারে সজোরে আঘাত করে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি রাস্তার ডিভাইডারও গুড়িয়ে যায়, ভেঙে যায় সৌন্দর্যবর্ধনে লাগানো লাইট।

কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির চালককেও আটক করা হয়েছে।

মাজদা ব্র্যান্ডের বহু পুরানো ১৩শ’ সিসির একটি গাড়িকে মডিফাই এবং ইঞ্জিন পরিবর্তন করে রেসিং কার করা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।

এই ব্যাপারে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধহাছান মাহমুদ, নওফেল, ফজলে করিম ও নাছিরসহ আসামি ৩১৯ জন
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা কাটবে কখন