ঢাকাই সিনেমার আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা দুই কোটি টাকা ব্যয়ে নান্দনিক মসজিদ নির্মাণ করেছেন। তুরস্কের নকশায় নির্মিত এই মসজিদটির নামকরণ করা হয়েছে রোজিনার মায়ের নামে (দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ)। রোজিনার জন্মস্থান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নির্মিত করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ পড়ার মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। এর আগে টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ হয়েছে। খবর বাংলানিউজের। উদ্বোধনী অনুষ্ঠানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ অনেকে।