দুই উত্তোলনকারীকে লাখ টাকা জরিমানা

আনোয়ারায় বালু মহালে অভিযান

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বরুমচড়া ও জুঁইদন্ডী ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ দুই বালু উত্তোলনকারী মোহাম্মদ আবছার ও আব্দুল কুদ্দুসকে জরিমানা করা হয়েছে। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান, গতকাল মঙ্গলবার জুঁইদন্ডী ও বরুমচড়া ইউনিয়নে বালু মহালে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঙ্ঘনের দায়ে দুই বালি উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা অর্থ দন্ড আদায় করা হয়েছে। তিনি আরো জানান,জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ৬,৭৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
পরবর্তী নিবন্ধসমাজ-সংস্কৃতি সম্পর্কে লেখকের অনুসন্ধিৎসু মন থাকা জরুরি