দুই আরোহী ও এক পথচারীর মৃত্যু

বাইক দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাইক আরোহী ও এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার লিংক রোডের আকমল আলী পয়েন্ট ও ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ইপিজেড থানা পুলিশ জানায়, আকমল আলী সড়কে বাইকের ধাক্কায় শাহজাহান (৪৮) নামে এক পথচারী নিহত হয়। বুধবার সন্ধ্যা ৭টায় আকমল আলী লিংক রোডের কিনারায় হাঁটার সময় বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শাহজাহানের বাড়ি ইপিজেড থানার কাজী গলি এলাকায়। এ ঘটনায় ঘাতকরা বাইকটি ফেলে পালিয়ে যায়। বাইকটি থানার হেফাজতে রয়েছে। তবে এখনো ঘাতকদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট টোল রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি হালিশহর থানা পুলিশ। তাদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

হালিশহর থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধ২১ দিনে ফেরেনি নিখোঁজ ৭ জেলে
পরবর্তী নিবন্ধবাংলাদেশে শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌ জাহাজ