বাংলাদেশ পুলিশের দুই জন অতিরিক্ত আইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই বদলির আদেশ জারি করে। খবর বিডিনিউজের।
রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) একেএম শহিদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং সুপারনিউমারারি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরেই অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরে সংযুক্ত চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, সারদা পুলিশ একাডেমির ড. মো. আক্কাস উদ্দিন ভূঞাকে অ্যান্টি টেররিজম ইউনিটে, অ্যান্টি টেররিজম ইউনিটের মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌ পুলিশে, ময়মনসিংহ রেঞ্জের (সিলেট রেঞ্জে সংযুক্ত) মো. এনামুল কবিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির মীর মোদ্দাচ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।