দুঃখ পোষা কবি

হেলাল চৌধুরী | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

বন্ধু তুমি জানতে কি চাওআমার গল্প কথা?

কেন অমন রাত্রি জাগি, কেন বুকের ভেতর ব্যথা!

চোখের ভাঁজে অমন কেন তরল পুষে রাখি,

মনের গরল মুখের হাসির রেখায় কেন ঢাকি!

কেন অমন কষ্ট জমাই বুকের সমুদ্দুরে,

ভালোবাসার লাশটা কিসের চিতায় যাচ্ছে পুড়ে!

প্রতারণার চিতায় পুড়ছে, ভালোবাসার দেহ।

জ্বলছি আমি, পুড়ছি আমি, দেখছে না তো কেহ।

জানতে কি চাও, আমার পিঠে কে মেরেছে ছুরি?

ভালোবাসার ছলাকলায় ছিলো না যার জুড়ি।

এই বুকে যার বসত ছিলো, এই চোখে চোখ রেখে

অভিনয় সে করতো রোজ, আমিই যেতাম ঠকে।

আজ চোখের পানি পাথর হয়ে এই বুকেতে চেপে

করছে বিলাপ করুণ সুরে, খোদার আরশ উঠছে কেঁপে।

আকাশ ভেঙে বৃষ্টি নামে, আমার বুকে ঝড়।

সুখের স্মৃতি, সুখের সাথী কাঁদায় নিরন্তর।

বুকের ভেতর নিত্য জমে দুঃখ রাতের ছবি।

লিখতে গেলেই সবাই বলে দুঃখ পোষা কবি

পূর্ববর্তী নিবন্ধনিঃশব্দে বেদন
পরবর্তী নিবন্ধখুব ইচ্ছে হয়