বাঁশখালী ৭নং ইউনিয়নের কাহারঘোনা গ্রামের বাঁশখালী সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের ধার্মিক উপাসক উপেন্দ্র লাল বড়ুয়ার সহধর্মিণী দীপ্তি রাণী বড়ুয়া (৫৯) গত শুক্রবার সকালে পরলোক গমন করেন। শুক্রবার বিকালে সংঘরাজ অভয়তিষ্য পারিজাত বিহারে সংঘরশ্মি ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে জ্ঞানবোধি ভিক্ষুর সঞ্চালনায় অনিত্য সভা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।