তেজগাঁও থানার রমিজ উদ্দিন হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিসহ সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার বাকিরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। খবর বিডিনিউজের।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর গতকাল রোববার শুনানি নিয়ে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাদ্দাম হোসেন। রমিজ উদ্দিন হত্যা মামলায় ওই সাতজনকে গ্রেপ্তার দেখাতে গত ১৭ সেপ্টেম্বর আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা। সেদিন তাদেরকে আদালতে হাজির না করায় ওই আবেদনের শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়। গতকাল সকালে তাদের আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন বিচারক। এরপর আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।