চট্টগ্রাম একাডেমি আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, কবি–সাহিত্যিক দীপালী ভট্টাচার্য ও রম্যসাহিত্যিক সত্যব্রত বড়ুয়া বেঁচে থাকবেন তাঁদের সৃষ্টিকর্মের মাঝে। দুজনই গুণী লেখক। তাঁদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাঁরা ছিলেন মানবতাবাদী লেখক।
গতকাল বুধবার একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে মহাপরিচালক জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে কবি রাশেদ রউফের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন, সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, প্রাবন্ধিক নেছার আহমদ, কবি জিন্নাহ চৌধুরী, শিশুসাহিত্যিক অরুণ শীল, অধ্যাপক সনজীব বড়ুয়া, বেতারব্যক্তিত্ব ফজল হোসেন, কথাসাহিত্যিক নাসের রহমান, কবি জসিম উদ্দিন খান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, কবি অমিত বড়ুয়া, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, বাচিকশিল্পী আয়েশা হক শিমু, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, গল্পকার রুনা তাসমিনা, কবি মর্জিনা আখতার, ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া, সংগীতশিল্পী মানসপাল চৌধুরী, ডা. সোমা চৌধুরী, কবি স্বপন কুমার বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, সাংবাদিক ইসমাইল জসীম, গল্পকার শিউলী নাথ, লেখক অনামিকা বড়ুয়া, সঞ্চিতা তালুকদার, গল্পকার লিপি বড়ুয়া, কথাসাহিত্যিক মিলন কনিক, কবি লিটন কুমার চৌধুরী, ড. বিকিরণ বড়ুয়া, কবি সিমলা চৌধুরী, কবি প্রতিমা দাশ, শিক্ষক মল্লিকা বড়ুয়া, গল্পকার নুরনাহার নিপা, কবি সুপলাল বড়ুয়া, কানিজ ফাতেমা, শেখর বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।