মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু, চলচ্চিত্রে নেমে জাতীয় পুরস্কার, এখন ওয়েব সিরিজ কাইজার জনপ্রিয় করে তুলেছে দীপান্বিতা মার্টিনকে। ‘গোর’ সিনেমার জন্য ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দীপান্বিতা মার্টিন প্রশংসিত ওয়েব সিরিজ কাইজারে অভিনয় করে। কাইজার সিরিজে মুনিয়া হয়ে আলোচিত দীপান্বিতা মার্টিন। এই অভিনেত্রী বলছেন, কেউ আমার কাইজারে আমার চরিত্র গ্রহণ করেছে কেউবা প্রকাশ করেছে বিরূপ প্রতিক্রিয়া, তবে গ্রহণের সংখ্যাই বেশি । ছোট বেলা থেকেই অভিনয়ে দীপান্বিতা মার্টিন। থিয়েটার দিয়ে শুরুর পর এখন ব্যস্ত ক্যামেরার সামনে। খবর বিডিনিউজের।
দীপান্বিতা মার্টিন অভিনয়ে ভিন্নতা খোঁজেন। গল্প বাছাইয়ের ক্ষেত্রে নিজের চরিত্রের গুরুত্ব যাচাই করেন। দীপান্বিতা বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এখন সেগুলো মুক্তির অপেক্ষায়। কোনোটার কাজ প্রায় শেষ। এর মধ্যে রয়েছে ফজলে রাব্বী মৃধার পরিচালনায় ‘পায়ের তলায় মাটি নেই’, ইমপ্রেস টেলিফিল্মের ‘পায়ের ছাপ’, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’।