খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫ টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার দীঘিনালা সেনানিবাসে অনুদান প্রদান করেন সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো.ওমর ফারুক। এসময় দীঘিনালা সেনা জোনের উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান,অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আবু রায়হান ও ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।