দীঘিনালায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাপ্তাহিক হাটের দিনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার থানা বাজারের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ার পর থেকে সড়কে শৃঙ্খলা ফিরে আসে। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধকচ্ছপের বাজিমাত
পরবর্তী নিবন্ধহাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক পুলিশের দায়িত্বে নিসচা