দীঘিকে নিয়ে নো কমেন্টস’

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

‘আমি চাই সিনেমাটি না চলুক, এটা ফ্লপ হোক। আর কোনো কথা বলতে চাই না। এভাবেই কথাগুলো বলেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। দেশের সর্বাধিক সংখ্যক সিনেমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেছেন ‘তুমি আছো তুমি নেই’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দীঘি-আসিফ ইমরোজ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার নায়িকা হিসেবে পর্দায় আসছেন দীঘি। এই সিনেমা নিয়ে এমন মন্তব্য করেন ঝন্টু। কেন নিজের নির্মিত সিনেমা সম্পর্কে এমন নেতিবাচক মন্তব্য করলেন ঝন্টু? যদিও এর সঠিক উত্তর মিলেনি। কয়েকদিন আগে এ সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। নেটদুনিয়ায় ট্রেইলার নিয়েও সমালোচনার ঝড় ওঠে।
সিনেমার নায়িকা দীঘিও ট্রেইলার দেখে হতাশা ব্যক্ত করেন। এ অভিনেত্রী জানান, এতে কাজ করে ভুল করেছেন। ভবিষ্যতে এই ভুল আর করবেন না। দীঘির এমন মন্তব্যের কারণে দেলোয়ার জাহান ঝন্টু ক্ষোভ উগড়ালেন কিনা তা অবশ্য পরিষ্কার নয়। দীঘি সম্পর্কে জানতে চাইলে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, দীঘিকে নিয়ে নো কমেন্টস।
‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। এর আগে সিনেমাটির বেশ কয়েকটি পোস্টার প্রকাশিত হয়েছে, যা ফেসবুকে সমালোচনার মুখে পড়ে। সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। প্রযোজক নিজেও এতে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধওসাম ওসমান জাহিদ
পরবর্তী নিবন্ধনিউইয়র্কে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ