দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অনুষ্ঠান

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

দি বুড্ডিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (বিসিসিইউএল)-এর চট্টগ্রাম শহরস্থ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গত ৩০ এপ্রিল নবাব সিরাজদ্দৌল্লা রোডের আর.এন্ড.টি টাওয়ারে অনুষ্ঠিত হয়। বিসিসিইউএলএর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে এবং পরিচালক প্রকৌশলী তীর্থংকর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুডিস্ট ডক্টর’স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, সমাজ সেবক কুনাল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রামএর সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, প্রকৌশলী জসীম উদ্দীন, প্রকৌশলী মনিরুল হুদা, প্রকৌশলী তোফাজ্জল আহম্মদ, সমাজসেবক রতন বড়ুয়া, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া, এপেক্সিয়ান মৃণাল বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, নান্টু বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, স্থপতি অন্তু বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, প্রকৌশলী উদয়ন দাশ, প্রকৌশলী বিশ্বজিৎ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে শফিকিয়া দরবারের মাহফিল
পরবর্তী নিবন্ধডক শ্রমিকদের অধিকার আদায়ে প্রাণ দিয়েছিলেন শহীদ হান্নান