পাহাড়তলী থানাস্থ উত্তর আমবাগান আদর্শ কলোনী আয়োজিত দিশারী প্রিমিয়ার ফুটবল লিগ শুক্রবার সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা ১–১ গোলে ড্র হলে, টাইব্রেকারে দিশারী মোহামেডান ৪–৩ গোলে দিশারী চ্যালেঞ্জার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন দীপ্তি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড. এম আর মঞ্জু, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর, ডা. আশরাফুল করিম, চট্টগ্রাম টায়ার–টিউব ইম্পোটার্স এন্ড ডিলার্স গ্রুপের সিনিয়র সহ– সভাপতি মো. মোক্তার হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি আমজাদুল আহসান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ–সভাপতি আজমল হুদা রিংকু ও আমান উল্যাহ আমান, সাবেক যুগ্ম সম্পাদক মো. হেলাল হোসেন হেলাল, খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক, বেলায়েত হোসেন ভুলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ইউনুস মুন্নাসহ আরসি মল্লিক, ওমর ফারুক, মো. মুসা, হারুন অর রশিদ রাজু, রনি ইকবাল, মো. হাবিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।