সরকারের বিভিন্ন অংশে রদবদলের ধারাবাহিকতায় দুই সাংবাদিককে নয়া দিল্লি ও লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদ ভারতের নয়া দিল্লিতে এবং বিবিসি বাংলার ঢাকা ব্যুরোর সাংবাদিক আকবর হোসেন মজুমদার লন্ডনে প্রেস মিনিস্টিারের দায়িত্ব পেয়েছেন।
গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে আগামী দুই বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ফয়সাল নয়া দিল্লিতে সাংবাদিক শাবান মাহমুদের এবং আকবর লন্ডনে মো. আশিকুন নবী চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। খবর বিডিনিউজের।
ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে এ দুজনকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এর আগে গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাংবাদিক গোলাম মোর্তোজাকে। তিনি এ জেড এম সাজ্জাদ হোসেনের স্থলে যোগ দেবেন, যাকে ২৯ অগাস্ট সরিয়ে দেওয়া হয়।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের পাশাপাশি বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনেও রদবদল হচ্ছে। চুক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত ও হাই কমিশনারসহ অনেককে ঢাকায় ফেরত আনছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনেকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
এই দুই সাংবাদিককে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, তারা অন্য যেকোনো পেশা বা ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগ করে যোগ দেওয়ার দিন থেকে দুই বছর মেয়াদে এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তির মাধ্যমে ঠিক করা হবে।