দিতে চেয়েছিল মেয়ের বিয়ে, দিল জরিমানা

কঠোর লকডাউনে অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৬:১৫ অপরাহ্ণ

করোনা মহামারীর প্রাদুর্ভাব প্রতিরোধ করতে সরকার সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে।
লকডাউনের সময় বন্ধ করা হয়েছে সব ধরনের সামাজিক অনুষ্ঠান।
সরকারের নির্দেশনা অমান্য করে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন এই সংবাদ জানতে পেরে বেলা পৌনে একটার দিকে অভিযান চালিয়ে বিয়ের অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। সেই সাথে বিয়ের আয়োজনকারী কনে পক্ষকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ জানান, আজ বৃহস্পতিবার উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়িতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাসার ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করা হয়।
এই সংবাদ অবহিত হয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়।
বিয়ে উপলক্ষে বরযাত্রীসহ ১০০ জনের বেশি লোকের খাবার রান্না হয়েছে দেখা যায়। বরযাত্রী আসার পূর্বেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কনে পক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লোকজনের জমায়েত বন্ধ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আজ শনাক্তে রেকর্ড, মৃত্যু ১৯৯
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মৎস্য প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু