দায়িত্ব পালন না করলে ডোর টু ডোর শ্রমিকদের নিয়োগ বাতিল : সুজন

| বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৪:৪২ পূর্বাহ্ণ

নগরীতে ডোর টু ডোর ময়লা-আবর্জনা পরিষ্কার কাজে নিয়োজিত শ্রমিকরা ঠিকঠাক মত দায়িত্ব পালন না করলে তাদের নিয়োগ বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। তিনি জানান, বর্তমানে ১২শ’ কোটি টাকা দেনার দায় নিয়ে কর্পোরেশন ডুবে আছে এরপরও ডোর টু ডোর শ্রমিকদের বেতন খাতে মাসে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করে। কিন্তু ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে না বলে নগরবাসীর অভিযোগ আসছে যা কাম্য হতে পারে না। চসিক প্রশাসক গতকাল মঙ্গলবার সকালে নগরীর আন্দরকিল্লাস্থ পুরনো নগর ভবনে তাঁর দপ্তরে গণসাক্ষাতকালে নগরবাসীর অভিযোগ শুনেন। লালখান বাজার ওয়ার্ডের এক অধিবাসী পোড়া কলোনি এলাকায় মাদরাসা, নালার আবর্জনা তুলে যত্রতত্র দীর্ঘ সময় উন্মুক্তভাবে ফেলে রাখা হয় বলে প্রশাসককে জানান। প্রশাসক সুজন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ওই এলাকার সব ময়লা-আবর্জনা পরিস্কারে অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সেই সাথে নগরবাসীর উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
প্রশাসকের সাক্ষাতপ্রার্থীদের মধ্যে শিক্ষক, মৃত্যুবরণকারী কর্পোরেশনের কর্মচারীর পরিবারের সদস্য, সমাজসেবক, রাজনীতিক, কর্পোরেশনের ঠিকাদার, পরিবহন মালিক, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ছিলেন।
সাক্ষাতপ্রার্থী নগরীর ফকিরহাট দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ট্রেড লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ করতে প্রশাসককে অনুরোধ জানালে তিনি ১ দিনের মধ্যে তা ব্যবস্থা করার আশ্বাস দেন। পরিবহন মালিকরা নগরের মুরাদপুর, ২নম্বর গেটের মোড়ে সড়কের আইল্যান্ড ভেঙে যাওয়ায় তা মেরামতে প্রশাসকের সুদৃষ্টি কামনা করলে প্রশাসক তাদের প্রস্তাব শুনে নগরীতে চলমান ফিটনেসবিহীন বাস ও অন্যান্য গাড়ি চলাচল বন্ধে পরিবহন মালিকদের সহযোগিতা কামনা করেন।
১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের প্রবীণ রাজনীতিক আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান তাঁর ওয়ার্ডে চসিকের চলমান রাস্তা নির্মাণ কাজ অনেক স্থানে প্রশস্ততা কমে সরু হচ্ছে অভিযোগ জানালে প্রশাসক যে সব ওয়ার্ডে চসিকের রাস্তা নির্মাণের কাজ চলমান আছে, সে সব ওয়ার্ডে বৃহত্তর স্বার্থে এলাকাবাসীকে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে হলেও রাস্তা বড় করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেড়েছে মশা, নিধনে নেই গতি
পরবর্তী নিবন্ধকক্সবাজার জেলা প্রশাসনের ২৫ কর্মকর্তাকে দুদকে তলব