দারুল উলুম মাদরাসা চালু করার প্রস্তুতি সম্পন্ন : সুজন

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ২:০৮ অপরাহ্ণ

সরকারী নির্দেশনা মোতাবেক মাদরাসা চালু করার সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন দারুল উলুম কামিল মাদরাসার গর্ভনিং কমিটির চেয়ারম্যান ও চসিক সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার দারুল উলুম কামিল মাদরাসা চালু করার সার্বিক প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বছরের মার্চে বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে সংক্রমনের হার কমে যাওয়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তবে এক্ষেত্রে সরকারী নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। তিনি আরো বলেন দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের পাশাপাশি শতাব্দী প্রাচীন দারুল উলুম মাদ্রাসায়ও উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৯ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রীর আন্তরিকতায় ৬ তলা নতুন ভবনের কাজ সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। তিনি আরো বলেন, সরকার মাদরাসা শিক্ষাকে জ্ঞানবিজ্ঞানের সাথে সংযুক্ত করে মাদরাসা শিক্ষায় অভাবনীয় উন্নতি সাধন করেছে। দেশের সাধারণ শিক্ষার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে চলছে মাদরাসাগুলো। অর্নাস চালু, যুগোপযোগী পাঠ্যবই, আইসিটি শিক্ষা, ল্যাবরেটরি, আধুনিক শিক্ষা সবকিছুই এখন মাদরাসায় হচ্ছে। তিনি মাদরাসায় কারিগরি শাখা খোলা এবং হিফ্‌জুল কুরআন বিভাগ চালু করার সিদ্বান্ত গ্রহণ করেন। তিনি অভিভাবকদের নিশ্চিন্তে ছাত্র-ছাত্রীদের মাদরাসায় পাঠানোর অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার গর্ভনিং কমিটির সহ-সভাপতি সাহাব উদ্দীন আহমদ, ডা. সেলিম আকতার চৌধুরী, ড. ফয়সল কামাল চৌধুরী, অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান, মোহাম্মদ নুরুল হক ফারুকী, হারুনুর রশিদ, অভিভাবক সদস্য মোহাম্মদ বদরুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি
পরবর্তী নিবন্ধনতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করছে এপিক প্রপার্টিজ