নগরীর বাদুড়তলা জঙ্গিশাহর মাজারস্থ দারুচ্ছুন্নাহ্ ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় নিত্যপণ্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইফাত গ্রুপ ও মা-মণি এন্টারপ্রাইজের পরিচালক মো. নুরুল আলম শিপু এতিমদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন শোলকবহর মহল্লা কমিটির সভাপতি মনজুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন লেদু, কামরুল অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম, কবি ও লেখক মো. নুরে আলম সিদ্দিকী, মসজিদের পেশ ইমাম আবু বক্কর, মো. শাহিন প্রমুখ। এ সময় ব্যবসায়ী নুরুল আলম শিপু বলেন, আমি দীর্ঘ নয় বছর ধরে এই এতিমখানায় বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি।
এখানে ২৭ জন এতিম ও ৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। আমি মনে করি সমাজের বৃত্তবানরা যদি এসব এতিমদের পাশে দাঁড়ায় তাহলে এই এতিমখানাটি অনেকদূর এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।