দারিদ্র্য বিমোচনে শাহ এমদাদীয়ার উদ্যোগ ‘কর্জে হাসানা’

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

দারিদ্র্য বিমোচনে ‘কর্জে হাসানা’ শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া স্বনির্ভরতা কল্যাণ ট্রাস্ট। ‘কর্জে হাসানা’ এর আওতায় সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। যারা সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও ল্যাপটপ গ্রহণ করেছেন তাদের উদ্বুদ্ধ করা হয়েছে তারা যেন নিজেরা স্বাবলম্বী হওয়ার পর ‘কর্জে হাসানা’ এর আওতায় আরেকজন দরিদ্র্য ও অসহায়কে সহায়তা করেন। গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী’র সার্বিক তত্ত্বাবধানে রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে ৭ জন দরিদ্র্যের মাঝে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও ২০ জন পলিটেকনিক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও ল্যাপটপ বিতরণ করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চট্টগ্রাম এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া ও কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে খানকায়ে কাদেরীয়া ছৈয়্যদীয়া ছাবেরীয়া পরিচালনা কমিটির সভা
পরবর্তী নিবন্ধডিসি পার্ক পরিদর্শনে প্রধান বিচারপতি