দামেস্কে শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৬

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত ২০ জনেরও বেশি। শিয়া মুসলমানদের জন্য বিশেষ দিন আশুরার একদিন আগেই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণস্থলের কাছাকাছি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে। খবর বাংলানিউজের।

গত বৃহস্পতিবার সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া তীর্থস্থান সাইয়েদা জয়নাবের মাজার। এর কাছেই একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণটি ঘটে। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, অজ্ঞাতব্যক্তিরা আগেই ট্যাক্সিতে একটি বোমা রেখে দেয়। সেখান থেকেই বিস্ফোরণটি হয়। ৩৯ বছর বয়সী সরকারি কর্মচারী ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই মানুষ দৌড়াতে শুরু করে। তারপর অ্যাম্বুলেন্স আসে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। তিনি বলেন, বিস্ফোরণস্থলের কাছাকাছি অবস্থিত এই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশত্রুপক্ষের হামলা নস্যাৎ করার দাবি মস্কোর
পরবর্তী নিবন্ধআফ্রিকা সম্মেলনে বিনামূল্যে শস্য দেয়ার প্রতিশ্রুতি পুতিনের