হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠানরত ৪৫তম ফিদে দাবা অলিম্পয়াডের তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের উভয় দল জয় পেয়েছে । ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩.৫–০.৫ গেম পয়েন্টে সাইপ্রাসকে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ৩.৫–০.৫ গেম পয়েন্টে বারবাডোসকে পরাজিত করে। গত শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ,গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে সাইপ্রাসের ফিদে মাস্টার মিচেইডেহ কন্সটেনটিনোস, ক্যান্ডিডেট মাস্টার মাস্টার সাভভা পানিকোস ও কেফালাস লোউকাসকে পরাজিত করেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ইসাকিডিস লোউকাসের সাথে ড্র করেন। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ যথাক্রমে বারবাডোসের মহিলা ক্যান্ডিডেট মাহ্টার উইলসন হান্না, মহিলা ক্যান্ডিডেট মাস্টার রেইফার–বেল্লি চেনোন ও স্পিনার লেসহাইয়ের বিরুদ্ধে জয়ী হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো মহিলা ক্যান্ডিডেট মাস্টার ব্ল্যাকমেন কাট্টিনার সাথে ড্র করেন। বাংলাদেশের উভয় দল তিন খেলায় চার পয়েন্ট করে অর্জন করেছে।