৪৬তম জাতীয় দাবা বি চ্যাম্পিয়নশিপ (জোন-৩ এর বাছাই পর্ব) ৩য় রাউন্ড শেষে চট্টগ্রামের আসিফ মাহমুদ ও কক্সবাজারের মো. সাগর উল্লাহ ২.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের দিব্য দাশ, আসাদুল হক,ইফতেখার আলম কক্সবাজারের সুদিব কান্তি, মো হামিদুল হক ২য় স্থানে আছেন। ২য় রাউন্ডে দিব্য দাশ শামসুল হককে ইফতেখার আলম রাফি ইসলামকে, সুদিব কান্তি মো. মাইন উদ্দীনকে, আসাদুল হক মো. শাহজাহানকে, হামিদুল হক বজলুর রহমানকে পরাজিত করে এবং আসিফ মাহমুদ ও সাগর উল্লার খেলাটি ড্র হয়। আজ সকাল ১০.৩০টায় ৪র্থ রাউন্ড এবং বিকাল ৪ টায় ৫ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।