‘দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ’ শীর্ষক পঞ্চ গীতিকবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্র লাল রায়, অতুল প্রসাদ সেন, রজনী কান্ত সেন ও রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের পরিচালক নন্দদুলাল গোস্বামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নারীকণ্ঠের সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর ও এসএম গোলাম নিজামী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাজমা আলী নিপা।
সঙ্গীত পরিবেশন করেন নবনীতা চৌধুরী, আরাধ্য বড়ুয়া, স্বস্তিকা দে, মাইশা মোমতাহিন, নিশি ধর, অদ্বিতীয়া দে, দেবশ্রী নন্দী, রিংকি মজুমদার, রাইসা, প্রিয়ন্তি ভট্টাচার্য, জয়ত্রী গোস্বামী, ভূমিকা তালুকদার, পিংকা সেন, অনন্যা বিশ্বাস, মৌহিতা বড়ুয়া, পুষ্পিতা বৈদ্য, উপমা বড়ুয়া, শাইরা ইমতিয়াজ, প্রজ্ঞা লাবণী চৌধুরী, দেবমিতা নন্দী, শিংলালেন, নিধি চৌধুরী, রিতি ভট্টাচার্য ও জয়ন্ত দাস। নৃত্য পরিবেশনায় ছিলেন অবন্তিকা বিশ্বাস, রাজর্ষি বড়ুয়া, অধরা সরকার, ঋতু রানী শীল, সৃষ্টি চৌধুরী ও ইয়ানা। আবৃত্তি করেন অর্পিতা দাশ, কৌশিক বড়ুয়া, সুদীপা দেবী, বিজয় চৌধুরী, জয়িতা সরকার, মৃন্ময় দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।