দাওয়াতে গিয়ে ফেরেনি ব্যবসায়ী, সকালে সড়কে মিলল মরদেহ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়া ব্যবসায়ী হাঁছি মিয়ার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুখালী এলাকার একটি রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাঁছি মিয়ার বাড়ি একই ইউনিয়নের নিচিন্তা গ্রামে। মঙ্গলবার রাতে তিনি তার চাচাতো বোন জাহেদা বেগমের বাড়িতে বেড়াতে যান এবং সেখানে রাত্রিযাপন করেন। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে জাহেদার বাড়ির কাছাকাছি একটি রাস্তার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দাঁতমারা তদন্ত কেন্দ্র ও ভূজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। এ সময় হাঁছি মিয়ার প্যান্টের পকেটে টাকা, মোবাইল ফোন, স্যান্ডেল এবং একটি টর্চলাইট ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

নিহতের ছেলে সজিব জানান, তার বাবা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তিনি একটি দাওয়াতে যাবেন বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কোথায় গিয়েছিলেন সে বিষয়ে পরিবারের কেউ জানতেন না।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আলম জানান, প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রম দেখামাত্র ব্যবস্থার নির্দেশ তিন উপদেষ্টার
পরবর্তী নিবন্ধ৩ যুগ পর চাকসু নির্বাচন : তফসিল ঘোষণা আজ