দাঁড়িয়ে থাকা বাস হঠাৎ চলতে চলতে…

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

লন্ডন এক্সপ্রেস নামের একটি বাস আচমকা চলতে চলতে জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের সীমানা প্রাচীর ভাঙার ঘটনা ঘটেছে। প্রাচীর ভেঙে বাসটি অর্ধেক ঢুকে আটকে যায়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নগরীর জিইসি মোড়ের অদূরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভাগ্যবশত বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় বাসে চালকহেল্পার কেউ ছিলেন না। কোনো যাত্রীও ছিলেন না। আচমকা বাসটি ছুটে এসে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের সীমানা প্রাচীর ভেঙে ঢুকে পড়ে। বাসটির চালক মো. নুরুজ্জামানের দাবি, বাসটি শুক্রবার রাত থেকে গরিবুল্লাহ শাহ মাজারের একটু সামনে ময়লার ডাস্টবিনের পাশে পার্কিং করা ছিল। বাসের হেল্পারসহ তিনি বাসেই ঘুমিয়ে ছিলেন। পরে বেলা ১২টার দিকে তারা বাস থেকে নেমে কাউন্টারে ঢুকেন। এই সময় হঠাৎ বাসটি সয়ংক্রিয়ভাবে গৃহায়ণের কার্যালয়ের দিকে ছুটে যায়। এ ঘটনায় তিনি নিজেও বিস্মিত বলে জানান। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশও বলছে, বাসটি সীমানা প্রাচীরে আঘাত করার পর বাস থেকে কাউকে নামতে দেখা যায়নি। কেউ আহতও হয়নি।

ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার এসআই মাহিন সরোয়ার আজাদীকে বলেন, আমাদেরও বিষয়টি বিশ্বাস হচ্ছে না। তবে চালক দাবি করেছেন, তারা নামার পর বাসটি অটো স্টার্ট নিয়ে চলতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরাও বাসটি থেকে কাউকে নামতে দেখেননি। কোনো হতাহতের ঘটনাও নাই। তবে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের সীমানা প্রাচীর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ক্ষতিপূরণের বিষয়ে বাসের মালিক পক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান এসআই মাহিন সরোয়ার।

পূর্ববর্তী নিবন্ধমাকে খুন করা সেই মাঈনুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
পরবর্তী নিবন্ধপাল্টা কর্মসূচি দিয়ে আ. লীগ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে