চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ দস্তগীর আলম নসু গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহমদ, শাহজাদা এনায়েত উল্ল্যাহ খান, এরফান আলী ভূঁইয়া, সালেহ আহমেদ সুলেমান, আশরাফুজ্জামান আশরাফ, ডা. মো. আকতার হোসেন ভুট্টো, ডা. মো. সাইফুদ্দিন, শাহজাদা শরফুদ্দীন মো. শওকত আলী খান শাহীন প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।