লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাছির পাড়া বটতলা ও সাইরা পাড়া সড়কটিতে প্রায় ১০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। এতে প্রতিদিন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি পোহাতে হয়। এছাড়া এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করলেও বর্ষা মৌসুমে অনেকটাই অচল হয়ে যায় এ সড়ক।
জানা যায়, ২০১২ সালের ৯ নভেম্বর আমিরাবাদ হাছির পাড়া বটতলা সড়ক ও সাইরা পাড়া সড়ক ব্রীক সলিং দ্বারা উন্নয়ন কাজ উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য আ.ন.ম শামশুল ইসলাম। কাজটি বাস্তবায়ন করে লোহাগাড়া উপজেলা এলজিইডি। উদ্বোধনের পর থেকে এই পর্যন্ত উক্ত সড়কে আর কোনো সংস্কার কাজ হয়নি। ফলে জনগুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, প্রায় দুই কিলোমিটার সড়কের সিংহভাগই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। আর গ্রামীণ সড়কের এই বেহাল দশা যেন দেখার কেউ নেই। একাধিক স্থানে উঠে গেছে ইটের সলিং। বৃষ্টি হলেই পানি জমে পুকুরে পরিণত হয়ে যায়। রাস্তাজুড়ে কাদায় মাখামাখি হয়। প্রায় ১০ বছর সময় ধরে চরম ভোগান্তিতে আশেরপাশের স্কুল-কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ জনসাধারণ।
রোববার সরেজমিনে দেখা যায়, একাধিকস্থানে সড়ক নির্মাণে ব্যবহৃত ইট উঠে রাস্তা ভেঙ্গে গেছে। সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। আর এতে ঘটছে দুর্ঘটনা। উক্ত সড়ক দিয়ে হাছির পাড়া, বাইন্যা পাড়া, সাইরা পাড়া ও সুন্নিয়া পাড়ার প্রায় ৮ হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া সুখছড়ি রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসা, সুখছড়ি উচ্চ বিদ্যালয় ও আবু বক্কর ছিদ্দিক (রা.) এবতেদায়ী মাদ্রাসার প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসা করে। ফলে সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। স্থানীয় নুরুল কবির বলেন, উপজেলা সদর বটতলী স্টেশনের পাশেই হাছির পাড়া বটতলা ও সাইরা পাড়া সড়ক। নাজুক অবস্থার কারণে কোনো চালক গাড়ি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে চান না। এলাকার অসুস্থ ও ডেলিভারী রোগীকে হাসপাতালে নিতে যেতে ঠিক মতো গাড়ি পাওয়া যায় না। ফলে এই সড়কের দূরাবস্থার কারণে এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় ইউপি সদস্য এম. মামুন উদ্দিন বলেন, সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন করার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। কয়েকদিন আগে এলজিইডির লোকজন সড়কটি পরিমাপ করেছেন। জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার পূর্বক এলাকাবাসীর যাতায়াতের পথ সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর বলেন, আমিরাবাদ হাছির পাড়া বটতলা সড়ক ও সাইরা পাড়া সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।