টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। এ সময় মো. মুজিব (২০) নামের একজনকে আটক করা হয়। সে টেকনাফ মিঠাপানিছড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে টেকনাফ সদরের মিঠাপানির ছড়ার একটি ঘরে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়। উদ্ধার ক্রিস্টাল মেথ আইস দশ কোটি টাকা মূল্যমানের বলে জানান সংশ্লিষ্টরা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ উপজেলার মিঠাপানিছড়া নামক গ্রামের একটি বাড়িতে ক্রিস্টাল মেথ আইস লুকায়িত রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ১ টার দিকে সন্দেহজনক বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে মুজিবকে আটক করে তার স্বীকারোক্তিতে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটক আসামীকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।