দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের রোববার স্বাক্ষর করা এ সংক্রান্ত চিঠি ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সকল ডিসিদের কাছে পাঠানো হয়েছে। খবর বাসসের।

চিঠিতে বলা হয়েছে, ‘ডিএমপির শেরেবাংলা নগর থানার, মামলা নম্বর১১, তারিখ২২/০৬/২০২৫ খ্রি., জি আর নং১৫৬/২০২৫ খ্রি., ধারা১২০বি/১০৯/১৭১বি/১৭১ডি/১৭১জি/১৭১এইচ/১৭১আই/১২৪এ/৪০৬/৪২০ পেনাল কোড এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে সূত্রোক্ত স্মারকের মাধ্যমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করেন। বর্ণিতাবস্থায় উপরোল্লিখিত তথ্যাদি অত্র সচিবালয়ে জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পিবিআই থেকে একটি চিঠি এসেছে, সেই চিঠির ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। পিবিআই বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮, ও ২০২৪) সঙ্গে যারা মাঠপর্যায়ে যুক্ত ছিলেন, তাদের একটি নামের তালিকা চেয়েছে। সেই সময় যারা দায়িত্বে ছিলেন, তারাই বলতে পারবেন কে কোথায় দায়িত্ব পালন করেছেন। পিবিআই আমাদের কাছে শুধু ওই তালিকাটি চেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতেলের কড়াই উল্টে ঝলসে যায় শিশুটি, হাসপাতালে মৃত্যু
পরবর্তী নিবন্ধক্লাস শেষ হলেও বৃত্তির কোচিংয়ের জন্য স্কুলে থেকে যায় তানভীর, হলো লাশ