চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী জুলি। মঞ্চের পাশাপাশি মিউজিক ভিডিওতেও তিনি বেশ এগিয়ে। এরই মধ্যে দশটি মৌলিক গানের মিউজিক ভিডিও বের হয়েছে তার। আর সবগুলো গানই পেয়েছে দারুণ দর্শক প্রিয়তা। তার প্রথম মৌলিক গান ‘আগুন’। ইকন বাবুর কথা ও সুরে গানটির মিউজিক এবং ভিডিও সম্পাদনা করেছেন আলাউদ্দিন আলো। তার দ্বিতীয় গান ‘ক্রাস’। সংগীতার ব্যানারে রিলিজ হওয়া গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ। সুর করেছেন ইকন বাবু।
তার তৃতীয় গান ‘বেলি ফুলের মালা’। কথা ও সুর করেছেন এড. কামরুল আযম টিপু। রিলিজ হয়েছে আজাদ মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। বান্দরবানের বিভিন্ন লোকেশনে গানটির শ্যুটিং করা হয়। তার চতুর্থ গান ‘তুই আমার জীবন’। দেলোয়ার আরজুদা শরফ এর লিখা গানটির ভিডিও শ্যুটিং হয় রাঙ্গামাটির বিভিন্ন লোকেশনে।
জুলির পঞ্চম গান ‘তোর কথা ভেবে ভেবে’। দেলোয়ার আরজু শরফ এর লেখা এবং অভি আকাশের সুরে গানটির মিউজিক করেন আলাউদ্দিন আলো। তবে তার ষষ্ট গানটি ছিল সবচাইতে বেশি হিট। কাজি শুভর সাথে গাওয়া গানটি ছিল ‘তুমি আমার হার্টবিট’। গানটির কথা, সুর এবং মিউজিক করেন এ এইচ তূর্য । এছাড়া এ বছর রিলিজ হওয়া ‘যাব একদিন মরিয়া’ গানটিরও কথা সুর ও মিউজিক করেন এ এইচ তূর্য। তার সপ্তম গানটি জুলির নিজেরই লেখা। ‘একদিন এক ছেলে’। গানটির সুর ও মিউজিক করেন এ এইচ তূর্য। সেটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার ৮ম মৌলিক গানটি খুব শিঘ্রই রিলিজ হতে যাচ্ছে। রনক রায়হানের কথাও সুরে গানটি হচ্ছে ‘কলিজাতে করলা ঘাও’। কলকাতার কণ্ঠশিল্পী আকাশ সেনকে নিয়ে নিজের নবম গানটি গেয়েছেন জুলি। এফ এ প্রিতমের কথা সুরে গানটি হচ্ছে ‘টেক্সি গাড়িতে সুন্দরী মাইয়া’। গানটি রিলিজ হয়েছে আজাদ মিউজিক স্টেশন চ্যানেল থেকে। এর বাইরে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীদের গাওয়া বেশ কয়েকটি আঞ্চলিক গানকে নতুন করে গেয়ে দারুণ সাড়া পেয়েছেন জুলি। গানগুলোর মধ্যে রঙ্গিলা মাঝি, আদর গরি পান খাবাইওম, সাবিনা ইয়াসমিনের অন্তর জ্বালাইলা, আইলো দারুণ ফাগুনরে, চুপি চুপি প্রেম ও প্রেমের নেশা, শেফালী ঘোষের গাওয়া, সৈয়দ মহিউদ্দিন এর লিখা ও সুরে ‘মন কাচারা মাঝি’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।