চট্টগ্রামের ফুটবল লিগ শুরু আগেই এক দফা পরিবর্তন এসেছে প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগের ফুটবলারদের দল বদলের সময়ে। পূর্বের ঘোষণা অনুযায়ী প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগের এর দল বদল কার্যক্রম আগামী ২৫ আগস্ট হতে ৩০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন সেটা পরিবর্তন করে ২৭ আগস্ট হতে ৫ সেপ্টেম্বর নির্ধারন করা হয়েছে। দশ দিনব্যাপী এই দল বদল কার্যক্রম চলবে প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৯ টা এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিডিএফএ কার্যালয়ে। প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষন পূর্ব নির্ধারিত ১৫ সেপ্টেম্বর বহাল থাকলেও প্রথম বিভাগ ফুটবল লিগের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের ঘোষিত সময় সুচি অনুযায়ী ২০ সেপ্টেম্বর প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু কথা ছিল। এখন সেটি আর হচ্ছে না। এখন প্রিমিয়ার লিগ শেষ হলেই শুরু হবে প্রথম বিভাগ লিগ। গত শনিবার চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া সভায় বাইলজের কয়েকটি ধারাও সবার সম্মতিক্রমে সংশোধন করা হয়।
সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহি সদস্য মোহাম্মদ ইউসুফ, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, আবু সরওয়ার চৌধুরী সহ অংশগ্রহণকারী দল সমুহের প্রতিনিধিবৃন্দ।