ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্যানেল তৈরিসহ একাধিক নতুন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।
সংশ্লিষ্ট ইউনিয়নে দলীয় বর্ধিত সভার আয়োজন করে আগ্রহীদের প্যানেল তৈরি করতে হবে। একইসঙ্গে তৃণমূলের এই রেজুলেশন পাঠাতে হবে কেন্দ্রে। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা হয়ে জেলার কাছে পাঠাতে হবে রেজুলেশনসহ সুপারিশ। জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ছয়জন) সই করা সুপারিশে প্যানেল তালিকা পাঠাতে হবে কেন্দ্রে। এছাড়াও প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রাজনৈতিক পরিচিতি সম্বলিত একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত অবশ্যই পাঠাতে হবে এবং যা বাধ্যতামূলক।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল সন্দ্বীপের ১৩ ইউনিয়ন পরিষদসহ বৃহত্তর চট্টগ্রামের ২৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের মধ্যে গ্রামীণ জনপদে ভোট উৎসব শুরু হচ্ছে। একই দিনে কঙবাজার জেলার চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে বৃহত্তর চট্টগ্রামের ২৮ ইউনিয়নসহ ৩২৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ইউপি চেয়ারম্যান প্রার্থী প্যানেল তৈরির ক্ষেত্রে যেসব নির্দেশনা অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে তা হলো-বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(৩) ধারা অনুযায়ী ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নিয়ে কমপক্ষে তিনজনের একটি প্যানেল প্রস্তাব করতে হবে। নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী প্রস্তাবিত প্রার্থীদের নামের (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) সঙ্গে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে কয়েক ধাপে ভোট হবে। ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও রয়েছে।